নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে কমিউনিস্ট পার্টির ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার বিকালে জেলা কমিউনিস্ট পার্টি আলোচনা সভা ও লাল পতাকার মিছিল বের করে।
জেলা কমিউনিস্ট পার্টি কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে পার্টির জেলা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুর রহমান রুমীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এডভোকেট এম এনামুল হক, সাবেক সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সাবেক সভাপতি ডা. এনামুল হক ইদ্রিস, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বিএসসি, ডা. সুশীল কুমার শীল প্রমুখ।
বক্তারা দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদ জানিয়ে বলেন, সাধারণ মানুষ আজ দিশাহারা। সর্বক্ষেত্রে লুটপাটের কারণেই আজ এমন দুর্বিষহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তারা উল্লেখ করেন।
সভা সঞ্চালনায় ছিলেন এডভোকেট হাসান ইমাম রঞ্জু।