করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের করিমগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে জয়কা ইউনিয়নের নানশ্রী নতুনহাটি গ্রামে।
তারা হলো নতুনহাটি গ্রামের রতন মিয়ার ছেলে মাহিন (৭) ও রিয়াদ (৬)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাহিন ও রিয়াদ দুপুরে সবার অজান্তে প্রতিবেশি সুজন মিয়ার পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে দুজনই পানিতে ডুবে যায়।
অনেক খোঁজাখুজির পর বেলা ২ টার দিকে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে স্থানীয় লোকজন।
জয়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির জানান, পুকুরের পানিতে ডুবে দুই সহোদরের মৃত্য হয়েছে।
পরিবারের মতামতের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তাদের লাশ দাফন করা হয়।
আপনার মন্তব্য করুন