নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকের দুটি পদেই আওয়ামী লীগ সমর্থিত সমন্বয় পরিষদ পরাজিত হয়েছে। ১২টি পদের মধ্যে সমন্বয় পরিষদ সহ সভাপতি ও সহ সাধারণ সম্পাদকসহ ৭টি পদে জয়লাভ করেছে। বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাধারণ সম্পাদকসহ চারটি পদে বিজয়ী হয়েছে। সভাপতি পদে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন।
সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট মিয়া মো. ফেরদৌস ২৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত সমন্বয় পরিষদের এডভোকেট শাহ আজিজুল হক পেয়েছেন ২৩৪ ভোট। সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থী এডভোকেট আমিনুল ইসলাম রতন ৩১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত সমন্বয় পরিষদের এডভোকেট শেখ শহীদুল ইসলাম হুমায়ুন পেয়েছেন ২২১ ভোট। সহ সভাপতির দুটি পদে সমন্বয় পরিষদের শরফু্দ্দিন ভূইয়া সবুজ ও মুফতী মো. জাকির খান এবং সহ সাধারণ সম্পাদক পদে একই পরিষদের মো. আজিজুল হক দৌলত ও মো. হাবিবুল হক ভূঞা রিপন জয়লাভ করেছেন। লাইব্রেরী সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মো. তানভীন হাছান রানা, সাংস্কৃতিক সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এ. এম সাজ্জাদুল হক ও অডিটর পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের খন্দকার সাজবীন সুলতানা জয়লাভ করেছেন। তিনটি সদস্য পদের সবকটিতেই সমন্বয় পরিষদের প্রার্থীরা জয়ী হয়েছেন। তারা হলেন মো. হাফিজ উদ্দিন, মো. মিজানুর রহমান ভূইয়া রাজন ও সুদীপ্ত সাহা দীপ।
রবিবার আইনজীবী সমিতির মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গভীর রাতে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।