নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কিশোরগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে কিশোরগঞ্জ পুলিশ লাইন্সে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার পুলিশ লাইন্সের মূল ফটক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে পুলিশ লাইন্স ড্রিল সেডে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে “টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অনির্বাণ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা আক্তার, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, জেলা মহিলা পরিষদের সভানেত্রী এডভোকেট মায়া ভৌমিক প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নারী কনস্টেবল সাদিয়া আক্তার।