ঢাকাSaturday , 9 April 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে মহিলা পরিষদনেত্রী রাখী দাশের স্মরণসভা

প্রতিবেদক
-
April 9, 2022 8:42 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ এর দ্বিতীয় প্রয়াণ দিবস উপলক্ষে কিশোরগঞ্জে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

কিশোরগঞ্জ জেলা মহিলা পরিষদ আজ শনিবার শহর সমবায় সমিতি ভবনে স্মরণসভার আয়োজন করে।

সভার শুরুতে মোমবাতি প্রজ্জ্বলন করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মহিলা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক আতিয়া হোসেন। বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক জাহানারা ইসলাম, প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার সম্পাদক এডভোকেট প্রতিভা শীল, শহরের শ্যামলী রোড কমিটির সভাপতি কামরুন্নাহার ও নগুয়া কমিটির সাধারণ সম্পাদক মাহফু্জা আরা পলক।

আলোচকরা দেশের নারী আন্দোলন, দেশের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলনে অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন। ৬৯ এর গণ অভ্যুত্থান, ৭১ এর স্বাধীনতা সংগ্রাম, স্বৈরাচার বিরোধী আন্দোলন, গণ জাগরণ মঞ্চে তার ভূমিকার কথা উল্লেখ করেন।
সভায় মহিলা পরিষদের (বিশেষ সংখ্যা) স্মরণিকার অংশ বিশেষ পাঠ করে শোনানো হয়।

সভা সঞ্চালনা করেন তরুণী কণিকা রায়।

আপনার মন্তব্য করুন