স্টাফ রিপোর্টার: লকডাউনে চলমান খাদ্য সহায়তার অংশ হিসেবে আজ সোমবার প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্য সহায়তা পেলেন কর্মহীন হয়ে পড়া ১৬০ শ্রমজীবী মানুষ।
সকালে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ সহায়তা তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। আজ গণ পরিবহণ শ্রমিক, দোকান শ্রমিক, অটোচালক, গৃহকর্মী, অসহায় ও বিধবা মহিলা এবং অন্যান্য কর্মহীন মানুষকে এ সহায়তা দেওয়া হয়। খাদ্য সামগ্রির মধ্যে রয়েছে প্রত্যেককে ১০ কেজি চাল, এক কেজি মশুর ডাল, তিন কেজি আলু, এক কেজি লবণ ও এক লিটার তেল।
এ সময় পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ মো. ইমান আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম. এ আফজল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) গোলাম মোস্তফা, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পারভেজ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
খাদ্য সহায়তা প্রদানকালে জেলা প্রশাসক বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে কর্মহীন, অসহায় মানুষের কাছে ত্রাণ সামগ্রি পৌঁছানোর কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি করোনা মহামারী থেকে বাঁচতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।