স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জে করোনা রোগীদর জন্য ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিসের পর এবার ফ্রি অক্সিজেন সার্ভিস চালু করেছে সৈয়দ আশরাফুল ইসলাম হটলাইন ব্রিগেড। আজ শুক্রবার বিকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় প্রাঙ্গনে ফ্রি অক্সিজেন সার্ভিস কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান।
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম. এ আফজল, ফ্রি অক্সিজেন সার্ভিসের উদ্যোক্তা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পিযুষ কান্তি সরকার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এমদাদুল হক বুলবুল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহাম্মদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, যুবলীগ নেতা অ্যাডভোকেট মাহবুবুর রশিদ স্বরমিন, মোল্লা খায়রুল নোমানী, চৌদ্দশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.বি সিদ্দিক খোকা, কর্শা কড়িয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শহীদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ আলী, সাবেক জেলা ছাত্রলীগ নেতা আব্দুল কাদের শিবলী, কাজী জয়নাল আবেদীন সোলায়মান, মাহমুদুল হাসান বাপ্পী, মেহেদী হাসান তোষার, আজিজুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, এর আগে সৈয়দ আশরাফুল ইসলাম হটলাইন ব্রিগেডের উদ্যোগে ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হয়। জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ড এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করছে।