ঢাকারবিবার , ৭ আগস্ট ২০২২
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গমাতা পদক পাচ্ছেন মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান আছিয়া আলম

প্রতিবেদক
-
আগস্ট ৭, ২০২২ ১২:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক পাচ্ছেন কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা. আছিয়া আলম। শনিবার (৬ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

এ পদক নারীদের অবদানের স্বীকৃতি হিসেবে ‘ক’ শ্রেণিভুক্ত সর্বোচ্চ জাতীয় পদক। দেশপ্রেম, রাজনৈতিক দূরদর্শিতা, সাহসিকতা, ত্যাগ ও অনুপ্রেরণার উৎস বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিবস ৮ আগস্টকে সরকার ‘ক’ শ্রেণির জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী সোমবার (৮ আগস্ট) সকাল ১০টায় গণভবন থেকে অনলাইনে ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উদযাপন’ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গমাতার ওপর তার রচিত ‘শেখ ফজিলাতুন নেছা আমার মা’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করবেন।

মোছা. আছিয়া আলম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট বোন। তিনি ২০১৯ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত মিঠামইন উপজেলার প্রথম নারী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে তিনি মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের দুইবারের চেয়ারম্যান ছিলেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে তিনি শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত ও পুরস্কৃত হয়েছিলেন। ছোটবেলা থে‌কেই আছিয়া আলম এলাকায় একজন নিঃস্বার্থ ও নি‌বে‌দিত সমাজসেবক হি‌সে‌বে প‌রি‌চিত।

তার বড় ছেলে অধ্যাপক নেহাল আহমেদ বর্তমানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক হিসেবে নিযুক্ত রয়েছেন। তার স্বামী মরহুম খোরশেদ আলম ছিলেন মিঠামইন উপজেলার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

এছাড়া এ বছর রাজনীতি ক্ষেত্রে সিলেট জেলার সৈয়দা জেবুন্নেছা হক, অর্থনীতি ক্ষেত্রে কুমিল্লা জেলার সংসদ সদস্য সেলিমা আহমাদ, শিক্ষা ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ উপাচার্য (প্রোভিসি) অধ্যাপক ড. নাসরীন আহমাদ এবং স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্ষেত্রে গোপালগঞ্জ জেলার বীর মুক্তিযোদ্ধা আশালতা বৈদ্যকে (যুদ্ধকালীন কমান্ডার) এই পদক দিচ্ছে সরকার।

আপনার মন্তব্য করুন