বিশেষ সংবাদদাতা: ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বুধবার প্রাক-নির্বাচনী আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং মাঠ পর্যায়ের প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম সমন্বয়ের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সভায় বিভাগীয় কমিশনার আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের সাথে সর্বাত্মক সহায়তার আশ্বাস প্রদান করেন। শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপলক্ষে মাঠ পর্যায়ের প্রশাসন ও পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রেখে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন ডিআইজি।
সভায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
