নিজস্ব প্রতিবেদক: এক ব্যতিক্রমী বর্ণাঢ্য পদযাত্রা প্রত্যক্ষ করেছে কিশোরগঞ্জবাসী। সাহাবীগণের নামে নামকরণ করা শহরের ৮ টি পয়েন্ট থেকে একই সময়ে পদযাত্রা শুরু হয়ে মিলিত হয় রথখলা ময়দানে। পরে ৮টি নাম একীভূত হয়ে একনামে শুরু হয় মূল পদযাত্রা।
শহীদ জিয়াউর রহমান (বীরউত্তম), বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ধানের শীষ প্রতীকের পক্ষ থেকে বুধবার বিকালে বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করে ওয়ালীউল্লাহ রাব্বানী ফ্যান’স। পদযাত্রায় নেতৃত্ব দেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ভিপি ওয়ালীউল্লাহ রাব্বানী।
পদযাত্রার সামনে জাতীয় পতাকা হাতে ছিলেন বীর মুক্তিযোদ্ধার সন্তান জুলাইযোদ্ধা (ক্যাটাগরি-এ) দুই চোখে গুলিবিদ্ধ মো. শাওন। দলীয় পতাকা হাতে ছিলেন ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে টানা ১০ দিন রিমান্ডে থাকা ও একাধারে ১৭ মাস কারারুদ্ধ জুলাইযোদ্ধা মো. রুহুল আমিন। লাল পতাকা হাতে ছিলেন একচোখ হারানো জুলাইযোদ্ধা (ক্যাটাগরি-এ) মো. জাহিদুল ইসলাম নিরব। পদযাত্রায় ধানের শীষের তোড়া বহন করেন জুলাইযোদ্ধা (ক্যাটাগরি-এ) মাথায় গুলিবিদ্ধ মো. মামুন মিয়া। পদযাত্রার সামনে থেকে নেতৃত্ব দেন ভিপি ওয়ালীউল্লাহ রাব্বানী।
“রাব্বানী ভাই ভালো লোক, মনোনয়ন তারই হোক” এ স্লোগানে মুখরিত ছিল পদযাত্রা। এ স্লোগান লেখা ফ্যাস্টুনও বহন করেন অংশগ্রহণকারীরা।
এর আগে শহরকে ৮টি অঞ্চলে ভাগ করে পৃথক নামে সবকটি অঞ্চল থেকে একই সময়ে পদযাত্রা শুরু করা হয়। এরমধ্যে চরশোলাকিয়া পূর্বাশা ক্লাবের সামনে থেকে হযরত আবু বকর সিদ্দিক ইবনে আবুকুহাফা (রা.) নামে, গুরুদয়াল সরকারি কলেজ মসজিদের সামনে থেকে হযরত ওমর ইবনুল খাত্তাব (রা.) নামে, পুরাতন স্টেডিয়ামের সামনে থেকে হযরত ওসমান ইবনে আফফান (রা.) নামে, রেডক্রিসেন্ট সোসাইটি মোড় থেকে হযরত আলী ইবনে আবু তালিব (রা.) নামে, নিউটাউন জিওসি মোড় থেকে হযরত বেলাল ইবনে রাবাহ (রা.) নামে, উকিলপাড়া মোড় থেকে হযরত আনাস ইবনে মালেক (রা.) নামে, নগুয়াস্থ জেলা সমাজসেবা কমপ্লেক্সের সামনে থেকে হযরত জায়েদ ইবনে হারিসা (রা.) নামে এবং মনিপুরঘাট মোড় থেকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) নামে সবকটি অঞ্চল থেকে একযোগে পদযাত্রা শুর করা হয়। ৮টি অঞ্চলের পদযাত্রা গিয়ে মিলিত হয় রথখলা ময়দানে। পরে রথখলা থেকে হযরত হামযা ইবনে আব্দুল মোত্তালিব (রা.) নামে মূল পদযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবারো রথখলা ময়দানে গিয়ে শেষ হয়।
পদযাত্রায় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রায় ২০ হাজার মানুষ অংশগ্রহণ করেন।
