ঢাকাMonday , 3 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

হাওর অঞ্চলে জলবায়ু পরিবর্তন ও যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার নিয়ে যুব কর্মশালা

প্রতিবেদক
-
November 3, 2025 6:25 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: হাওর অঞ্চলে জলবায়ু পরিবর্তন যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার নিয়ে কিশোরগঞ্জে যুব কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সুইডিশ উন্নয়ন সহযোগী সংস্থা সিডার অর্থায়নে ইউএনএফপিএ বাংলাদেশএর সহায়তায় সিরাকবাংলাদেশ ইয়ুথ ক্যাটালিস্ট প্রকল্পের সারা দেশের বিভাগীয় শহর জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা জেলাগুলোতে চলমান কার্যক্রমের অংশ হিসেবে সোমবার কিশোরগঞ্জের একটি হোটেলের কনফারেন্স রুমে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক খন্দকার মাহবুবুর রহমান

সিরাকবাংলাদেশ এর উপ পরিচালক (প্রোগ্রাম) মো. সেলিম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. পল্লব কুমার দেবনাথ ও ডা. মিনহাজুর রহমান।

সভাপতির বক্তব্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক খন্দকার মাহবুবুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তন এবং যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে যুবদের সম্পৃক্ততা অত্যন্ত জরুরি। সরকার এনজিওর পাশাপাশি তরুণরাও পরিবর্তনের সহায়ক শক্তি। হাওর অঞ্চলের তরুণরাই তাদের অভিজ্ঞতা দিয়ে টেকসই সমাধান গড়ে তুলতে পারে। এমন কর্মশালা যুবদের মতামতকে নীতিনির্ধারণী পর্যায়ে প্রতিফলিত করতে সহায়তা করবে।

কিশোরগঞ্জের হাওর এলাকার ৩০ জন ছেলেমেয়ে তৃতীয় লিঙ্গের তরুণ এই কর্মশালায় অংশগ্রহণ করেন। বন্যা, জলাবদ্ধতা এবং যোগাযোগের দূরবস্থায় এসব এলাকার যৌন প্রজনন স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে কী ধরণের বাধা সৃষ্টি করে এবং যুব নেতৃত্বে স্থানীয়ভাবে কার্যকর সমাধান গড়ে তোলার বিষয়ে মতামত তুলে ধরেন তারা।

কর্মশালাটি পরিচালনা করেন সিরাকবাংলাদেশ এর প্রোগ্রাম লিড শাহিনা ইয়াসমিন এবং সহযোগিতায় ছিলেন নেটওয়ার্ক অফিসার মো. কামরান মিয়া প্রোগ্রাম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট কথা মণ্ডল দৃষ্টি।

কর্মশালায় প্রাপ্ত মতামত, অভিজ্ঞতা সুপারিশসমূহ ভবিষ্যতে জাতীয় শ্বেতপত্রে অন্তর্ভূক্ত করা হবে, যা যুবকেন্দ্রিক জলবায়ু সহনশীল যৌন প্রজনন স্বাস্থ্যসেবা উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।

বাংলাদেশের হাওর অঞ্চল – যেখানে বন্যা, জলাবদ্ধতা এবং ভৌগোলিক বিচ্ছিন্নতা জীবনের অংশ; সেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাবে যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার সেবায় নানা প্রতিবন্ধকতা দেখা দেয়। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণদের নেতৃত্বে স্থানীয় পর্যায়ে সমাধান খুঁজে বের করার লক্ষ্যে কিশোরগঞ্জে এ কর্মশালার আয়োজন করা হয়।

আপনার মন্তব্য করুন