করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা: জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের করিমগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে করিমগঞ্জের বেপারিপাড়া মোড়ে অনু্ষ্ঠানের আয়োজন করে উপজেলা যুবদল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা।
মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন করিমগঞ্জ পৌর বিএনপির সভাপতি আশরাফ হোসেন পাভেল। প্রধান বক্তা ছিলেন করিমগঞ্জ উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক অধ্যাপক আজিজুর রহমান ভূঁইয়া।
করিমগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব শিহাব উদ্দিন হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন করিমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিউজ্জামান, করিমগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন সরকার, করিমগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি শাহ মুহাম্মদ হেদায়েত উল্লাহ, নোয়াবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. শাহীন সরকার প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন করিমগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন মাহফুজ।
অনুষ্ঠানে পাঁচশতাধিক দরিদ্র লোককে ফ্রি চিকিৎসা এবং ওষুধ দেওয়া হয়।
