নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা পর্যায়ের অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ইউনিসেফ, দি হাঙ্গার প্রজেক্ট ও সাজিদা ফাউন্ডেশনের সহযোগিতায় ভলান্টিয়ার অপরচুনিটিজ আজ সোমবার কিশোরগঞ্জ শহরের একটি হোটেলের কনফারেন্স রুমে জেলা পর্যায়ে কোভিড–১৯ রেসপন্স টিম অরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাকের সাবেক সভাপতি সাইফুল হক মোল্লা দুলু। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা মহিলা পরিষদের সভানেত্রী এডভোকেট মায়া ভৌমিক, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি সাইফউদ্দীন আহমেদ লেনিন।
সাজিদা ফাউন্ডেশনের কিশোরগঞ্জ জেলা সমন্বয়কারী জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত অরিয়েন্টেশনে স্বাগত বক্তব্য রাখেন ভলান্টিয়ার অপর্চুনিটিজ এর ডিস্ট্রিক্ট লিড তরিফা আক্তার।
অরিয়েন্টেশনে করোনা সচেতনতায় মাঠ পর্যায়ে কাজের অভিজ্ঞতা তুলে ধরেন ভলান্টিয়ার অপর্চুনিটিজ এর বিভিন্ন উপজেলার লিড ও ডেপুটি লিড। পাশাপাশি এ কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।
আলোচনায় অংশ নেন মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম, দি হাঙ্গার প্রজেক্টের জেলা সমন্বয়কারী পলাশ কান্তি পাল, হাফেজ আব্দুস সালাম, করিমগঞ্জ উপজেলা লিড আবু মুসা শান্ত ও ডেপুটি লিড শুভ সরকার, কুলিয়ারচর উপজেলা লিড শান্ত ইবনে আবেদীন ও ডেপুটি লিড সারোয়ার হোসেন তুষার, বাজিতপুর উপজেলা লিড তামজীদ আহমেদ ও ডেপুটি লিড শরীফুল ইসলাম, ভৈরব উপজেলা লিড কাজী মুকাদ্দেস মুগ্ধ ও ডেপুটি লিড পুতুল আক্তার।
অরিয়েন্টেশনে করোনা মোকাবিলায় প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়। বিশেষ করে ঘরের বাইরে বের হলেই মাস্ক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তারা। অরিয়েন্টেশনে কোভিড–১৯ প্রতিরোধে ঝুঁকি নিরূপণ যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা–বার্তা যোগাযোগ জোরদারকরণে প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ভলান্টিয়ার অপর্চুনিটিজ এর ডেপুটি ডিস্ট্রিক লিড শুভ্র বণিক প্রান্ত।
উল্লেখ্য, কিশোরগঞ্জ জেলার সদর উপজেলাসহ পাঁচটি উপজেলায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।