নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) বলেছেন, বিভিন্ন কারণে মানুষ পুলিশের আশ্রয় চায়। পুলিশের আশ্রয় না পেলে আইনের প্রতি আস্থা হারাবে মানুষ। কোন মানুষ যেন পুলিশের সেবা থেকে বঞ্চিত না হয়, কিশোরগঞ্জে চাকরি করতে গিয়ে প্রতিটি থানায় আমি এমন নির্দেশনাই দিয়েছি। কারণ জনগণের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়।
কিশোরগঞ্জ সদর মডেল থানা প্রাঙ্গণে আজ সোমবার বিকালে তার সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, আমি মানুষকে সম্মান করি। কে কোন অবস্থানে আছেন আমার কাছে সেটা বড় বিষয় নয়। প্রতিটি মানুষকেই আমি সমানভাবে সম্মান করি।
মুক্তিযুদ্ধকালীন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবর্তমানে পরিচালিত সরকারের প্রধান শহীদ সৈয়দ নজরুল ইসলাম, সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের জেলা কিশোরগঞ্জে চাকরি করতে পেরে তিনি নিজেকে গৌরবান্বিত বলে উল্লেখ করেন। এ জেলায় দীর্ঘ প্রায় সাড়ে চার বছর চাকরিকালীন সময়ে কারও পক্ষ থেকে কোন চাপ অনুভব করেননি বলে জানান তিনি।
বিদায়ের মুহূর্তে তিনি কিশোরগঞ্জবাসীর কল্যাণ কামনা এবং নিজের জন্য সকলের কাছে দোয়া প্রত্যাশা করেন।
কিশোরগঞ্জ মডেল থানা কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এডভোকেট মো. জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক এডভোকেট এম এ আফজল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি এডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আল আমিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান, জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু।
অনুষ্ঠানে পুলিশের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং ক্রেস্ট প্রদান করা হয়।
উল্লেখ্য, অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়ে ঢাকা রেঞ্জে বদলি হয়েছেন মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।