নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জের কুলিয়ারচর থেকে ১৬৬০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার দুপুরে অভিযানটি চালায় র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি জানতে পারে যে, একজন মাদক ব্যবসায়ী সিএনজিচালিত অটোরিকশায় করে কুলিয়ারচর থেকে ভৈরবের দিকে যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে র্যাবের দলটি কুলিয়ারচর উপজেলার মানিকদী সেতুর ওপর চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট পরিচালনা করার সময় সিএনজিচালিত একটি অটোরিকশা চেকপোস্টের কাছাকাছি আসলে থামানোর জন্য সংকেত দেয় র্যাব। অটোরিকশাটি থামামাত্রই এক ব্যক্তি নেমে দৌড়ে পালানোর চেষ্টা করে। র্যাব তার পিছু ধাওয়া করে তাকে ধরতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদে তার নাম বকুল মিয়া (৫৩) বলে জানান। তিনি ভৈরব উপজেলার শ্রীনগর গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে।
পরে তার কাছ থেকে ১৬৬০ পিস ইয়াবা, একটি মোবাইল ফোনসেট ও নগদ ১০ হাজার ৮৪০ টাকা উদ্ধার করা হয়।
র্যাবের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান গ্রেফতার বকুল মিয়াকে একজন মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে কুলিয়ারচর থানায় মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।