পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে বালতির পানিতে ডুবে ১৯ মাস বয়সী মাইশা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে নারান্দী ইউনিয়নের সনমানিয়া গ্রামের বাচ্চু মিয়ার বাড়িতে ঘটনাটি ঘটে।
মাইশা কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইল গ্রামের আমিনুল হকের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার (৮ আগস্ট) কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইল গ্রামের শ্বশুর বাড়ি থেকে শিশু মাইশাকে নিয়ে বাবার বাড়ি পাকুন্দিয়া উপজেলার সনমানিয়া গ্রামে বেড়াতে যান ঋতু আক্তার ছবি। পরে শিশু মাইশার বাবাও বেড়াতে যান। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে শিশু মাইশা নানার বাড়ির উঠানে খেলা করছিল। এক পর্যায়ে গোসলখানার পানি ভর্তি বালতিতে পড়ে যায় সে। বাড়ির লোকজন মাইশাকে না পেয়ে খোঁজাখুজি করে গোসলখানার পানি ভর্তি বালতিতে মাথা নিচে ও পা উপরে অবস্থায় পায়। তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কামরুল হাসান সিদ্দিক জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান ঘটনার সততা নিশ্চিত করেছেন।