নান্দাইল (ময়মনসিংহ): ময়মনসিংহের নান্দাইলে অটোরিকশা চুরি করে পালানোর সময় এক নারীসহ দুজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
আটক দুজন হলেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সাহেবের চর গ্রামের আব্দুল জব্বারের ছেলে দেলোয়ার ও একই গ্রামের মৃত আব্দুল কাদিরের স্ত্রী আখি আক্তার।
বৃহস্পতিবার দুপুরের দিকে নান্দাইল পৌর সদরের ব্রিজ সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।
নান্দাইল পৌরসভার কর আদায়কারী মাজহারুল ইসলাম জানান, অটোরিকশাটি দাঁড় করিয়েছিলাম পৌর কর আদায়ের জন্য। পেছন থেকে এক কিশোর চিৎকার করে বলছিল এদেরকে আটক করেন। এইমাত্র আমার কাছ থেকে অটোরিকশাটি চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে। এ কথা শুনে চোরচক্রের সদস্য চালক দেলোয়ার দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন আশপাশের লোকজন পিছু ধাওয়া করে তাকে আটক করে। এ সময় যাত্রীবেশে গাড়িতে থাকা চোরচক্রের এক নারী সদস্যকেও আটক করা হয়।
জানা যায়, অটোরিকশাটি ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের খালবলা বাজার থেকে ভাড়া করে নান্দাইল চৌরাস্তা যাবার কথা বলে ভাড়া নেয় এক নারী ও পুরুষ। সেখান থেকে আবার বাঁশহাটি হয়ে আঠারবাড়ির ভেতর দিয়ে নান্দাইল অংশের চামারুল্লা বাজার এলাকায় গিয়ে যাত্রীবেশি চোরেরা কিশোর চালককে সড়কের পাশের এক বাড়ি থেকে একটি ব্যাগ নিয়ে আসতে বলে। চালক ছেলেটি ওদের কথা মতো ওই বাড়িতে ব্যাগ আনতে যাওয়ার ফাঁকে চোর চক্রটি অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। ছেলেটি বাড়ি থেকে ফিরে এসে অটোরিকশা না পেয়ে এদের পেছনে ধাওয়া করতে থাকে। এরমধ্যে পরিচিত একজনের মোটরসাইকেলযোগে অটোরিকশার পেছনে ছুটে এসে নান্দাইল পৌরসদরে চোর চক্রের দুই সদস্যকে ধরতে সক্ষম হয়।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার এসআই আ. সুবুর জানান, অটোরিকশাসহ চোরচক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।