করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের করিমগঞ্জে রাস্তা পাকা করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। আজ শনিবার বেলা ১১ টার দিকে জয়কা ইউনিয়নের খোজারগাঁও গ্রামের রাস্তাটি পাকা করার দাবিতে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
এলাকাবাসী জানান, গ্রামের একটিমাত্র রাস্তা কিশোরগঞ্জ-মরিচখালী সড়কের সাথে সংযুক্ত। কিন্তু গ্রামের রাস্তাটির বেশিরভাগ অংশই কাচা এবং ভাঙ্গাচোরা। সামান্য বৃষ্টি হলেই কাদা পানিতে একাকার হয়ে পড়ে। ফলে হেটেও চলাচল করা যায়না। পাশের বড় হাওরের উৎপাদিত ধান এ রাস্তা দিয়েই আনা হয়। কিন্তু রাস্তাটিতে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
এলাকাবাসী অবিলম্বে রাস্তাটি পাকা করার দাবি জানান।
এ সময় বক্তব্য রাখেন মো.জাকারিয়া, মো. এরশাদ উদ্দিন, আব্দুস সালাম, সাবেক ইউপি মেম্বার আবুল কাশেম, স্থানীয় মসজিদের ইমাম মো. মোফাজ্জল হোসেন প্রমুখ।
মানববন্ধন শেষে রাস্তা পাকা করার দাবি জানিয়ে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য এডভোকেট মুজিবুল হক চুন্নুর কাছে স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী। সংসদ সদস্য এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।