ইটনা (কিশোরগঞ্জ) সংবাদদাতা: চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। কিশোরগঞ্জের ইটনা উপজেলার কচুয়াহাটি এলাকায় শুক্রবার বেলা আড়াইটার দিকে ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় রবিবার সকালে ধর্ষণের শিকার শিশুটির বড় ভাই বাদী হয়ে ইটনা থানায় মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত শাহ আলম (৪৫) ইটনা সদর ইউনিয়নের কচুয়াহাটি গ্রামের মমিন মিয়ার ছেলে।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা আড়াইটার দিকে বাড়ির পিছনে টিউবওয়েলে গোসল করতে গিয়েছিল শিশুটি। এ সময় শাহ আলম তাকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে তার বসতঘরে নিয়ে মুখ চেপে ধর্ষণ করে। এক পর্যায়ে শিশুটির ডাক-চিৎকারে মা এগিয়ে গেলে শাহ আলম পালিয়ে যায়। পরে শিশুটি ঘটনাটি তার মাকে জানায়। শিশুটির মা লোকলজ্জার ভয়ে প্রথমে কাউকে না জানিয়ে চুপ ছিলেন। পরে শিশুটির শারীরিক অবস্থা দেখে তিনি তার স্বামীকে জানালে শনিবার সকালে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রসূন সাহা বলেন, ঘটনার পরদিন শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়।প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মোল্লা বলেন, এ ঘটনায় ভিকটিমের বড় ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।