ইটনা (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ইটনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
তারা হলেন উপজেলা সদরের নগরহাটি গ্রামের মৃত নেপাল কর্মকারের ছেলে হৃদয় কর্মকার (২৫) ও বিজয় কর্মকার (১৭)।
আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলা সদরের খাদ্য গুদামের সামনে ঘটনাটি ঘটে।
নগরহাটি গ্রামের উৎপল সাহা জানান, খাদ্য গুদামের সামনে হৃদয় অটো হাউজ নামে তাদের একটি দোকান রয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে সেই দোকানে স্টিলের পাইপে জাতীয় পতাকা টানাতে যায় বিজয়। এ সময় দোকানঘরের উপরে থাকা বৈদ্যুতিক তারে স্টিলের পাইপটি লেগে গেলে প্রথমে আক্রান্ত হয় বিজয়। পরে বিজয়কে বাঁচতে গিয়ে হৃদয়ও আক্রান্ত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সকালে খাদ্য গুদামের সামনে দোকানে স্টিলের পাইপে জাতীয় পতাকা টানাতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে যায় বিজয়। বিজয়কে বাঁচাতে গিয়ে হৃদয়ও জড়িয়ে পড়ে। সেখান থেকে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
একইসাথে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।