বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের বাজিতপুরে শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস।
এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকালে
কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য ও বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আফজাল হোসেনের নেতৃত্ত্বে শোক র্যালী বের করা হয়।
পরে বাজিতপুর বাজারে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কার্যালয়ে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ১০ টায় বাজিতপুর কলেজ প্রাঙ্গণে নবনির্মিত অডিটোরিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগষ্ট নিহত সকল শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংসদ সদস্য মো. আফজাল হোসেন। সভায় বক্তব্য রাখেন বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো: শাহজাহান মিয়া, সানোয়ার আলী শাহ সেলিম, গোলাম রসুল দৌলত, যুগ্ম-সাধারণ সম্পাদক আতিকুল হক বাবুল, রেজাউল কবীর খান কাসেদ, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক আ ক ম গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এরশাদুল ইসলাম (ভিপি স্বপন), ক্রীড়া বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, মোবারক হোসেন ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুর রহমান বোরহান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান গোলনাহার ফারুক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব আল হাসান, উপজেলা ওলামা লীগের সভাপতি মাওলানা মিসবাহ উদ্দিন প্রমুখ।
সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগষ্টে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।