নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কিশোরগঞ্জ মডেল কলেজে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
এ উপলক্ষে আজ মঙ্গলবার কলেজ মিলনায়তনে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভার শুরুতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে অনলাইনে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. আ. ন. ম নৌশাদ খান।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চন্দন কুমার পণ্ডিতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য ফাহরাজ উদ্দীন মহসিন ও মুস্তাফিজুর রহমান রাজীব।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শাহাদাৎ বরণকারী সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
অনুষ্ঠানে কলেজ পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক মাহফুজা আরা পলক।