করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে নানা অনুষ্ঠানের পাশাপাশি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেন জেসি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ মিল স্কেল রিপোর্টার্স এন্ড এক্সপোর্টার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এরশাদ উদ্দিন।
জাতীয় শোক দিবসে তিনি করিমগঞ্জের ৪৫ জন অসহায় দরিদ্র মানুষকে ঘর তৈরির জন্য ঢেউ টিন উপহার দিয়েছেন।
সোমবার করিমগঞ্জের রৌহা গোল চত্বরে আয়োজিত এক অনষ্ঠানে তিনি অসহায় দরিদ্র মানুষের হাতে ঢেউ টিন তুলে দেন।
মো. শামসুদ্দিন মাস্টারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন করিমগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবীর স্বপন ভাণ্ডারী, সাধারণ সম্পপাদক মো. রবিউল আউয়াল, সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুক, মো. আবুল কালাম, সুতারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ডা. মো. রফিক, করিমগঞ্জ উপজেলা ছাত্র লীগের সাবেক সহ সভাপতি নূরে আলম হীরু, ছাত্র লীগ নেতা মো. সায়ীদ প্রমুখ।
বক্তারা বলেন, অনেক নেতাকর্মী যখন নিজেদের স্বার্থ এবং পদের জন্য ব্যতিব্যস্ত, তখন নিজের ব্যক্তিস্বার্থ পরিহার করে দুখী মানুষের মুখে হাসি ফুটিয়ে যাচ্ছেন এরশাদ উদ্দিন।
এরশাদ উদ্দিন বলেন, রাজনীতি যদি মানুষের কল্যাণে হয়, আমি সেই রাজনীতি করি। প্রত্যেকেই যার যার সামর্থ অনুযায়ী গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত বলে তিনি মনে করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন করিমগঞ্জ উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মো. মাহফুজুর রহমান পল্টু।