ইটনা (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ইটনায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে ইটনা উপজেলা প্রশাসন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক।
ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ চৌধুরী কামরুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন ঠাকুর খসরু, ইটনা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. নজরুল ইসলাম ঠাকুর প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার জীবিত ৭৯ জন ও মৃত ৭৯ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের হাতে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, বীর মুক্তিযোদ্ধারা তাদের জীবন উৎসর্গ করে যুদ্ধে যাপিয়ে পড়েছিলেন বলেই এ দেশ স্বাধীন হয়েছে। তা না হলে আমাদেরকে আজীবন পাকিস্তানের অধীনে গোলামীর জীবন কাটাতে হতো। ১৯৭১ সালে জীবনবাজি রেখে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে অনেকেই জীবিত নেই। তিনি বলেন, এমন একটা সময় ছিল, যখন মুক্তিযোদ্ধারা নিজেদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয়ই দিতেন না। আওয়ামী লীগ রণাঙ্গনের সেই যোদ্ধাদের সম্মানিত করেছে। আজকে তারা ভাতাসহ বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছেন। তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছর পর আওয়ামী লীগ সরকার তাদের হাতে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড তুলে দিয়েছে। আর আমি নিজেও একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের হাতে এই কার্ড এবং সার্টিফিকেট তুলে দিতে পেরে নিজেও গর্ববোধ করছি।