ঢাকাFriday , 19 August 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা ও মঙ্গল শোভাযাত্রা

প্রতিবেদক
-
August 19, 2022 1:41 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: জন্মাষ্টমী উপলক্ষে কিশোরগঞ্জে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় কিশোরগঞ্জ কালীবাড়ি প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

শোভাযাত্রায় স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (উপসচিব) মোহাম্মদ হাবিবুর রহমান, নবাগত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ আফজল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিপি এডভোকেট বিজয় শঙ্কর রায়, কালীবাড়ি পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট ক্ষীতিশ দেবনাথ, সাধারণ সম্পাদক পলাশ দত্ত রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

মঙ্গল শোভাযাত্রায় কয়েকটি বাহনে অপরূপ সাজে সজ্জিত জোড়ায় জোড়ায় রাধা-কৃষ্ণ রূপে ক্ষুদে শিশুদেরকে রাখা হয়।

এর আগে কালীবাড়ি চত্বরে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (উপ সচিব) মোহাম্মদ হাবিবুর রহমান।

এতে আরও আলোচনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ আফজল, সহ-সভাপতি জিপি এডভোকেট বিজয় শঙ্কর রায়, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সদস্য এডভোকেট পরিতোষ চক্রবর্তী প্রমুখ।

আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার।

বক্তাগণ বলেন, ভগবান দুষ্টের দমনের যে আদর্শ স্থাপন করে গেছেন, সেই আদর্শে উদ্বুদ্ধ হয়ে আজকের সমাজ থেকেও দুষ্টদের দমন করে সমাজ ও দেশকে বাসযোগ্য করে তুলতে হবে। বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে তারা বলেন, হিন্দু-মুসলিম নির্বিশেষে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছে। কাজেই এখানে ধর্মের ভিত্তিতে কোন বৈষম্য ও নিপীড়ন চলতে পারে না।

অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

আপনার মন্তব্য করুন