হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে আনন্দঘন পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকালে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে পূজা উদযাপন পরিষদ হোসেনপুর উপজেলা ও পৌর শাখা।
এ উপলক্ষ্যে নরসিংহ জিউর আখড়া থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা কুলেশ্বরী বাড়ি দেবালয় হয়ে হোসেনপুর কেন্দ্রীয় কালী মন্দিরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হারাধন চন্দ্র দাসের সভাপতিত্বে ও পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুবল বণিক তাপসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ তাপস দেবনাথ, সাংগঠনিক সম্পাদক দিলীপ কুমার সরকার, পৌর পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ অসীম সরকার সুবাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক শ্যামল চন্দ্র সিংহ, সহ-দপ্তর সম্পাদক বিমল চন্দ্র সূত্রধর, কল্পনা রানী সরকার, তাপস মোদক প্রমুখ।