ঢাকাশনিবার , ২০ আগস্ট ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

আগের চেয়ে ভালো কিছু দিতে চাই : পুলিশ সুপার, কিশোরগঞ্জ

প্রতিবেদক
-
আগস্ট ২০, ২০২২ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের নবাগত ‍পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) বলেছেন, আগে যেমন ব্যবহার করেছি, এখন এর চেয়ে ভালো ব্যবহার করবো। আমরা আগের চেয়ে ভালো কিছু দিতে চাই।

তিনি আজ শনিবার কিশোরগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় এ কথা বলেন।

পুলিশ সুপার আরও বলেন, যে কোন অপরাধের ক্ষেত্রে আগের চেয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে পুলিশ। স্থানীয় সমস্যা বিশেষ করে মাদক, কিশোর গ্যাং, গোষ্ঠীগত দ্বন্দ্ব ইত্যাদি প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে কিশোরগঞ্জকে কিভাবে নিরাপদ রাখা যায়, সে ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের সেবা প্রসঙ্গে তিনি বলেন, মানুষের কাছে যেন পুলিশ যায় এবং মানুষও যেন কোন মাধ্যম ছাড়া পুলিশের কাছে সহজে আসতে পারে, সেটা নিশ্চিত করা হবে।

সাংবাদিকদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, অপরাধ নির্মূলে আপনারা তথ্য উপাত্ত দিয়ে সহায়তা করলে পুলিশের কাজে সহায়ক হবে। তেমনি সংবাদ সংক্রান্ত
যে কোন কাজে পুলিশও দ্রুত সাড়া দেবে বলে আশ্বস্থ করেন তিনি।

আইন শৃঙ্খলা রক্ষায় কোন আপোষ হবেনা উল্লেখ করে তিনি বলেন, আমরা প্রত্যেকেই নিজ নিজ পেশার দায়িত্ব সম্পর্কে সজাগ। পুলিশ আইন শৃঙ্খলার কথা বলবে, অথচ পুলিশই আইন ভঙ্গ করবে, সেটা হবে না। পুলিশের প্রতিটি স্থরে শৃঙ্খলা বজায় রেখে কাজ করা হবে বলেও দৃঢ়তার সঙ্গে বলেন তিনি। কিশোরগঞ্জ শহরের যানজট নিরসনে যথাসাধ্য চেষ্টা করা হবে বলে জানান তিনি।

মত বিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অনির্বাণ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আল আমিন হোসাইন, কিশোরগঞ্জের বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য করুন