নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ সচেতন নাগরিক কমিটির (সনাক) সহ-সভাপতি ও জেলা মহিলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট নাজমুন নাহার মিলি (৪৬) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার বেলা ১১টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।
তিনি ৪ ভাই, ৬ বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ব্যক্তিজীবনে তিনি অবিবাহিত ছিলেন। তিনি ক্যান্সারে ভুগছিলেন বলে জানা গেছে। আজ সোমবার মাগরিবের নামাজের পর শহীদী মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাযা শেষে শহরের শিক্ষকপল্লী এলাকায় পৌর গোরস্থানে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মিয়া মো. ফেরদৌস ও সাধারণ সম্পাদক এডভোকেট আমিনুল ইসলাম রতন গভীর শোক প্রকাশ করেছেন। তারা এক শোকবার্তায় এডভোকেট নাজমুন নাহার মিলির আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।