ঢাকাবুধবার , ২৪ আগস্ট ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কুলিয়ারচরে বিদ্যুৎস্পৃষ্টে ভাইবোনের মৃত্যু

প্রতিবেদক
-
আগস্ট ২৪, ২০২২ ৮:৫২ অপরাহ্ণ
Link Copied!

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: বড় বোনের বাড়িতে ঘর মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাইবোনের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যার আগে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার উছমানপুর ইউনিয়নের পশ্চিম নোয়াপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

তারা হলেন বাজিতপুরের পৌর সদরের মথুরাপুর এলাকার মৃত আবু মিয়ার ছেলে খুর্শিদ মিয়া (৫৫) ও তার বড় বোন শোভা বেগম (৬০)। শোভা বেগম কুলিয়ারচর উপজেলার উছমানপুর ইউনিয়নের পশ্চিম নোয়াপাড়া এলাকার জালাল উদ্দিন ভূঁইয়ার স্ত্রী।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বড় বোন শোভা বেগমের বাড়িতে ঘর মেরামতের কাজ করতে যান ছোট ভাই খুর্শিদ মিয়া। এ সময় ভাইবোন মিলে ঘরে নতুন টিনের বেড়া লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে প্রতিবেশিরা তাদের উদ্ধার করে বাজিতপুরে একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

উছমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম ক্বারী জানান, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। ঘটনাটি তিনি শুনেছেন বলে জানান।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্টে ভাইবোনের মৃত্যুর খবরটি তিনি শুনেছেন। থানা থেকে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য করুন