হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মো. মসিউর রহমান হুমায়ুন বলেছেন, গরীব ও অসহায় মানুষের সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে শতভাগ উপকারভোগীর মাঝে বয়স্কভাতা বিতরণ ও গৃহহীনদের মধ্যে ঘর বরাদ্দ দিয়েছে সরকার।
বুধবার বিকালে কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের পশ্চিম ধূলজুরী এলাকায় হোসাইনী মোকাম, স্থানীয় জামে মসজিদ ও সরকারী অর্থে তৈরি অসহায় বিধবা মনোয়ারা বেগমের ঘর পরিদর্শন শেষে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
মসিউর রহমান হুমায়ুন অবহেলিত হোসেনপুর পৌরসভার উন্নয়নমূলক কাজ দ্রুত সম্পন্ন করতে সহযোগিতার আশ্বাস দেন।
হোসাইনী মোকাম পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক মো. তাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ হালিম, আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন, উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি মিজানুর রহমান মিরজুল, পৌরসভার কাউন্সিলর মুহাম্মদ মিছবাহ উদ্দিন মানিক, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মতি মিয়া প্রমুখ।