নিউজ একুশে ডেস্ক: র্যাব-১৪ কিশোরগঞ্জের ভৈরব ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার ও নগদ টাকাসহ দুজনকে গ্রেফতার করেছে।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের ঘাটুরা এলাকায় অভিযান চালানো হয়।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি জানতে পারে ঘাটুরা এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয় করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে র্যাব ঘাটুরা গ্রামের লতিফিয়া জামে মসজিদের সামনে কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কের পাকা রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় মান্না (২৫) ও শফিউল আলম সাগর (২৪) নামে দুজনকে গ্রেফতার করা হয়। এ সময় মান্নার কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও সাগরের কাছ থেকে অস্ত্র ক্রয়ের জন্য আনা নগদ সাড়ে ৮হাজার টাকা উদ্ধার করে র্যাব। মান্না ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের খৈয়াসার গ্রামের মৃত শামসু মিয়ার ছেলে এবং সাগর একই উপজেলার মৌলভী হাটি কাজীপাড়া গ্রামের সামসু উদ্দিনের ছেলে।
র্যাবের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের পিপিএম জানান, গ্রেফতার দুজন কুখ্যাত সন্ত্রাসী। অস্ত্র ক্রয়-বিক্রয়ের সময় তাদেরকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে র্যাব জানায়।