ঢাকাসোমবার , ২৯ আগস্ট ২০২২
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় তিনটি খাবারের হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
-
আগস্ট ২৯, ২০২২ ৯:৫২ অপরাহ্ণ
Link Copied!

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খোলা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখা ও পরিবেশন করার দায়ে তিনটি খাবারের হোটেল কর্তৃপক্ষকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

এরমধ্যে পাকুন্দিয়া সদর বাজারের অবকাশ হোটেলকে ১০ হাজার টাকা, তৃপ্তি হোটেলকে ১০ হাজার টাকা ও জুয়েলের হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বাইরে চাকচিক্য সাজিয়ে ভেতরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার পরিবেশন করা হয়। এমন খবরের ভিত্তিতে তিনটি হোটেলকে জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা ভূমি অফিসের নাজির মো. শাহ আলম ও পাকুন্দিয়া থানার এসআই আমিনুর রহমানসহ একদল পুলিশ।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় এ তিনটি হোটেল কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

আপনার মন্তব্য করুন