পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খোলা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখা ও পরিবেশন করার দায়ে তিনটি খাবারের হোটেল কর্তৃপক্ষকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
এরমধ্যে পাকুন্দিয়া সদর বাজারের অবকাশ হোটেলকে ১০ হাজার টাকা, তৃপ্তি হোটেলকে ১০ হাজার টাকা ও জুয়েলের হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বাইরে চাকচিক্য সাজিয়ে ভেতরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার পরিবেশন করা হয়। এমন খবরের ভিত্তিতে তিনটি হোটেলকে জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা ভূমি অফিসের নাজির মো. শাহ আলম ও পাকুন্দিয়া থানার এসআই আমিনুর রহমানসহ একদল পুলিশ।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় এ তিনটি হোটেল কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।