ঢাকামঙ্গলবার , ৩০ আগস্ট ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

তাড়াইলে বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল

প্রতিবেদক
-
আগস্ট ৩০, ২০২২ ১২:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের তাড়াইলে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিএনপি।
জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি এবং ভোলায় নূরে আলাম ও আব্দুর রহিম হত্যার প্রতিবাদে তাড়াইল উপজেলা বিএনপি সোমবার বিকালে স্থানীয় বালুর মাঠে এ সমাবেশ করে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি রুহুল হোসাইন।

তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সারওয়ার হোসেন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট শরীফুল ইসলাম শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া, আমিনুল ইসলাম আশফাক, জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সহ সাংগঠনিক সম্পাদক হানিফ উদ্দিন রনক, কিশোরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলম, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সহ সভাপতি মনিরুজ্জামান জামান, মাজেদুল হক বাবু, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু নাসের সুমন, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া, সহ সভাপতি রেদোয়ান রহমান ওয়াকিউর, সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন প্রমুখ।

সমাবেশে বক্তারা বর্তমান সরকারকে অগণতান্ত্রিক ও অবৈধ আখ্যা দিয়ে এ সরকারের পতনের লক্ষ্যে আন্দোলনের প্রস্তুতি গ্রহণের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

সভা শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বালুর মাঠ থেকে শুরু হয়ে সদর গোরস্থানের পার্শ্বরাস্তা দিয়ে মাদ্রাসার সামনে গেলে পুলিশ বাধা দেয়। পুলিশি বাধার মুখে মাদ্রাসার সামনেই সংক্ষিপ্ত সমাবেশ করে কর্মসূচি সমাপ্ত করা হয়।

সমাবেশ সঞ্চালনা করেন তাড়াইল সাচাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম মুকুল। বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

আপনার মন্তব্য করুন