নিউজ একুশে ডেস্ক: পেটের ভিতরে করে অভিনব কায়দায় ইয়াবা পাচারের সময় দুজনকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার রাত পৌনে ৯টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাদেরকে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল কটিয়াদী উপজেলা সদর বাসস্ট্যান্ডে অভিযান চালায়। এ সময় তিনটি মোবাইল ফোনসেটসহ দুজনকে আটক করে। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মুকন্দপুর (চানপুর) গ্রামের এলাই মিয়ার ছেলে শামীম (১৮) ও একই গ্রামের মৃত তাহের মিয়ার ছেলে খোকন মিয়া (১৮)।
জিজ্ঞাসাবাদে তাদের পেটের ভিতর ইয়াবা রয়েছে বলে জানায় তারা। পরে এক্সরে করে নিশ্চিত হয়ে তাদের পেট থেকে ১ হাজার ৭৫৫ পিস ইয়াবা বের করা হয়।
র্যাবের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান গ্রেফতার দুজনকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে কটিয়াদী থানায় মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।