পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আগুনে একটি তুলার গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার রাতে উপজেলার মঠখোলা নামাবাজারে ব্যবসায়ী আবুল হোসেনের গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । ফায়ার সার্ভিস ও এলাকাবাসী মিলে ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর দাবি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত নয়টার দিকে তুলার গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন গিয়ে এবং পাকুন্দিয়ার ফায়ার সার্ভিসের কর্মীরাও গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় তুলাসহ পুরো গুদামঘর।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আবুল হোসেন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে । আগুনে গুদামে থাকা ৫০ মণ তুলা সম্পূর্ণ পুড়ে গেছে বলে তার দাবি। ক্ষতিগ্রস্ত হয়েছে তুলা প্রক্রিয়াজাতকরণ মেশিনটিও।
পাকুন্দিয়ার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুজিবুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাতের বিষয়টি জানা যায়নি বলে জানান তিনি।