পুলেরঘাট (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট বাজারে তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার পুলেরঘাট বাজার এলাকায় অভিযান চালায় কিশোরগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখাসহ বিভিন্ন অভিযোগে মেসার্স খালেদ ফার্মেসিকে দুই হাজার টাকা, মেসার্স নিউ খালেদ ফার্মেসিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ম্যাক টেস্ট শপ পুলেরঘাট শাখায় পূর্বে ভেজে রাখা ফ্রেন্ঞ্চ ফ্রাই ফ্রিজে সংরক্ষণ ও পোড়া তেল পাওয়া যায়। সেজন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কিশোরগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন পুলিশের উপ পরিদর্শক মেরাজউদ্দিনের নেতৃত্ব একটি তদারকি টিম।