করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের করিমগঞ্জে এক সার ও বীজ ব্যবসায়ীর বাড়ির গোডাউন থেকে ৮২৬ বস্তা ডিএপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় ঐ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলার জয়কা ইউনিয়নের নানশ্রী এলাকায় বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এ সার জব্দ করা হয়।
করিমগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা বেগম সাথী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নানশ্রী বাজারের সার ও বীজের পরিবেশক তামান্না ট্রেডার্সের মালিক মোস্তফা কামাল তার গোডাউনে অবৈধভাবে সার মজুদ করে রেখেছিলেন।
করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার বসু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোপা আমন মৌসুমে সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে তার গোডাউনে অবৈধভাবে সার মজুদ করে রেখেছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সেখানে গিয়ে এর সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যবসায়ীর বাড়ির পাশে গোডাউন থেকে ৮২৬ বস্তা ডিএপি সার জব্দ করা হয় এবং সার ব্যবস্থাপনা আইনে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জব্দকৃত সার উপজেলা কৃষি কর্মকর্তার হেফাজতে রাখা হয়েছে। পরে তা ন্যায্যমূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হবে বলে ইউএনও জানান।