হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নাঈম মিয়া (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৯ টার দিকে পাকুন্দিয়া-হোসেনপুর আঞ্চলিক সড়কের কাওনা ব্রিজ সংলগ্ন কৃষি জমিতে কাজ করতে গিয়ে ঘটনাটি ঘটে।
নাঈম হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের কাওনা গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাকুন্দিয়া-হোসেনপুর আঞ্চলিক সড়কের কাওনা ব্রিজের নির্মাণ কাজ করার সময় বিদ্যুতের লাইন নিয়েছিল জমির ওপর দিয়ে। জমিতে বিদ্যুতের তার ছিড়ে পড়ে থাকায় সেই তারে জড়িয়ে ঘটনাস্থলেই নাঈমের মৃত্যু হয়।
আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অসতর্কতার কারণে বিদ্যুতের তার জমিতে পড়ে থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাঈমের মৃত্যু হয়।
আপনার মন্তব্য করুন