হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরের একটি হত্যা মামলার পলাতক আসামি হবি মিয়াকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
প্রায় ১৬ বছর পর আজ শনিবার ভোরে গাজীপুর জেলার জয়দেবপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে হোসেনপুর থানা পুলিশের একটি দল।
গ্রেফতার হবি মিয়া (৫০) কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার তারাপাশা গ্রামের মৃত গফুরের ছেলে।
হোসেনপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২০০৬ সালের একটি হত্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয় আসামি হবির বিরুদ্ধে। এর পর থেকে তিনি পলাতক ছিলেন। অবশেষে আজ শনিবার ভোরে পার্শ্ববর্তী গাজীপুর জেলার জয়দেবপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদ আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, হোসেনপুরের তারাপাশা এলাকায় ২০০৬ সালে সংঘটিত একটি হত্যা মামলার পরোয়ানাভূক্ত আসামি হবি মিয়া। ওই হত্যা মামলার রায় ঘোষণা হয়নি এখনও।