ঢাকাTuesday , 13 September 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

নিকলীতে ইবনে তাইমিয়া আইডিয়াল দাখিল মাদ্রাসার একাডেমিক ভবন নির্মাণকাজ শুরু

প্রতিবেদক
-
September 13, 2022 4:26 pm
Link Copied!

নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের নিকলী উপজেলার কুর্শা এলাকায় ইবনে তাইমিয়া আইডিয়াল দাখিল মাদ্রাসা ও এতিমখানার পাঁচতলা একাডেমিক ভবন নির্মিত হচ্ছে। আজ মঙ্গলবার সকালে দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে ভবনটির নির্মাণকাজ শুরু করা হয়।

এ সময় মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মো. রূপালী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুসলেহ উদ্দিন রহমান, উপাধ্যক্ষ হাবিবুল্লাহ বেলালী, সাবেক মেম্বার হাজী মো. জাফর আলী, হাজী মো. সোনালী, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ফজলুল হক, সবুজ মিয়া, রফিকুল ইসলাম রুবেলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন

উল্লেখ্য, এলাকায় শিক্ষাবিস্তার, সমাজসেবামূলক কাজসহ বিভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলতাফ-নিসা ফাউন্ডেশনের তত্বাবধানে ২০০৪ সনে হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করা হয়। ২০১২ সনে মাদ্রাসা শিক্ষা বোর্ডের সিলেবাস ও কারিকুলাম অনুযায়ী ইবনে তাইমিয়া আইডিয়াল আলিম মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে এটি দাখিল মাদ্রাসা হিসেবে পরিচালিত হয়ে আসছে। মাদ্রাসাটিতে তিন শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত।

এছাড়া এ ফাউন্ডেশনের তত্বাবধানে স্বতন্ত্রভাবে জামে মসজিদ, ফুরকানিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং গোরস্তান রয়েছে।

আপনার মন্তব্য করুন