নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বিকালে এ তথ্য জানান জেলা নির্বাচন কর্মকর্তা মো. আশ্রাফুল আলম।
চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মো. জিল্লুর রহমান, আওয়ামী লীগ সমর্থক এডভোকেট হামিদুল আলম চৌধুরী, আওয়ামী লীগ সমর্থক মো. আজিজুল হক, আওয়ামী লীগ সমর্থক মো. সেলিম, জেলা যুবলীগ নেতা আশিক জামান এলিন ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এডভোকেট আশরাফ উদ্দিন রেণু।
এছাড়া সাধারণ সদস্য পদে ৪৯ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, আওয়ামী লীগ মনোনীত এডভোকেট মো. জিল্লুর রহমান বর্তমানে জেলা পরিষদের প্রশাসক এবং এর আগে তিনি জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।