ঢাকাবৃহস্পতিবার , ১৫ সেপ্টেম্বর ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

হোসেনপুরে আধা ঘন্টা আগেই কেড়ে নেওয়া হয় পরীক্ষার্থীদের খাতা

প্রতিবেদক
-
সেপ্টেম্বর ১৫, ২০২২ ৯:২০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের হোসেনপুরে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আজ বৃহস্পতিবার এসএসসি (ভোকেশনাল) পরিক্ষার প্রথম দিন নির্ধারিত সময়ের আধাঘণ্টা আগেই পরীক্ষার্থীদের খাতা কেড়ে নেওয়ার ঘটনা ঘটেছে। পরে আবার ১ ঘন্টা পরে সেই আধাঘণ্টা পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার রোটিনের নির্দেশিকা নিয়ে ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

কেন্দ্র সচিব কাজী আছমা বেগমের সাথে এ বিষয়ে কথা বললে তিনি জানান, পরীক্ষার রোটিনের কিছু অংশের লেখা ভুল বোঝাবুঝির কারণে এমনটি হয়েছে।

হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এসএসসি পরীক্ষার প্রথম দিনে হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এমন ঘটনা ঘটে। তবে পরীক্ষার্থীরা কক্ষ থেকে বের হলেও কম্পাউন্ডের ভিতরেই ছিল। ঘটনার সময় তিনি অন্য একটি কেন্দ্রে ছিলেন। খবর পেয়ে স্কুলে গিয়ে তিনি বোর্ডের সাথে যোগাযোগ করে বাকি আধাঘণ্টা পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করেন। এতে সকল পরীক্ষার্থীই অংশ নেয়।

তিনি আরও জানান, পরীক্ষার নির্দেশনার একটি বিষয় এমন ছিল যে, ২ ঘন্টার পরীক্ষা ১ ঘন্টা ৩০ মিনিটে এবং ৩ ঘন্টার পরীক্ষা ২ ঘন্টা সময়ে অনুষ্ঠিত হবে। অর্থাৎ প্রশ্নপত্রে উল্লেখিত সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই নির্দেশনার বিষয়টি ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটে। নির্দেশনার শেষ অংশটি না বুঝেই দুই ঘন্টার পরীক্ষা আধা ঘন্টা আগেই শেষ করে খাতা নিয়ে নেন কেন্দ্রের শিক্ষকগণ। এ ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য তিনজন হল সুপারকে অব্যাহতি দিয়ে নতুন তিনজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর কেন্দ্র সচিব পাশের ভেনুতে ছিলেন। তার বিষয়টি পরে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এই কেন্দ্রে ভোকেশনালের ১৭৫ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে।

আপনার মন্তব্য করুন