ঢাকাFriday , 16 September 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

হোসেনপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, বৃক্ষরোপণ ও আলোচনা

প্রতিবেদক
-
September 16, 2022 5:14 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশনের আয়োজনে কিশোরগঞ্জের হোসেনপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, বৃক্ষরোপণ ও রক্তদান সম্পর্কে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷

আজ শুক্রবার সকাল থেকে হোসেনপুরে দুই হাজার মানুষের মধ্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং মানুষকে বিনামূল্যে রক্তদানে উৎসাহ প্রদান করা হয়৷

পরে বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা জহিরুল ইসলাম জহির৷

অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ জহিরুল ইসলাম৷ সভায় সভাপতিত্বে করেন মাওলানা রফিকুল ইসলাম।

কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশরাফ আলী সোহানের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন এডভোকেট সাইদুর রহমান, সংগঠনের প্রতিষ্ঠাতা জহিরুল ইসলাম জহির প্রমুখ।

সংগঠনের প্রতিষ্ঠাতা জহিরুল ইসলাম জহির বলেন, আমাদের সংগঠনের মূল স্লোগান হলো, যদি হই রক্তদাতা-জয় করবো মানবতা। মানবতার জয়ের লক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশনকে এগিয়ে নিচ্ছি৷ সারাদেশে আমাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে৷ হাজারো স্বেচ্ছাসেবক মানুষের মুখে হাসি ফোটাতে নিরলস কাজ করে যাচ্ছেন। তিনি স্বেচ্ছাসেবকদেরকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানান৷

অনুষ্ঠান শেষে রক্তদাতা এবং রক্তদানে বিশেষ অবদান রাখায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, সাহিদা আরাবী, আব্দুল্লাহ আল মাসুদ, আজিমুজ্জামান রাজিমসহ অন্যদেরকে পুরস্কৃত করা হয়৷

আপনার মন্তব্য করুন