ঢাকাশুক্রবার , ১৬ সেপ্টেম্বর ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

পর্ণোগ্রাফি ছবি তুলে প্রতারণার অভিযোগে ভাই বোন আটক

প্রতিবেদক
-
সেপ্টেম্বর ১৬, ২০২২ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

নিউজ একুশে ডেস্ক: পর্ণোগ্রাফি ছবি তুলে প্রতারণার অভিযোগে ভাই বোনকে আটক করেছে র‌্যাব। তারা হলেন কিশোরগঞ্জ শহরের রথখলা এলাকার সরফরাজ চৌধুরীর ছেলে রফিকুল হক পাভেল (৪৬) ও তার বোন পাপড়ি চৌধুরী (৪৮)।

র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব পাশের রাস্তা থেকে নগ্ন ছবি ও বিভিন্ন অশ্লীল ভাষা সংবলিত একটি ডিজিটাল প্রিন্টেড ব্যানারসহ রফিকুল হক পাভেলকে আটক করে। পরে তার দেওয়া তথ্য মতে শহরের সতাল পূর্ব তারাপাশা এলাকার সুরভি ভিলা থেকে আটক করা হয় তার বোন পাপড়ি চৌধুরীকে। তিনি সতাল পূর্ব তারাপাশা এলাকার রুহুল আমিন কাঞ্চনের স্ত্রী।

র‌্যাব সূত্র জানায়, একজন মাংস ব্যবসায়ী পাওনা টাকা নেওয়ার জন্য গত মার্চ মাসে সুরভি ভিলার তৃতীয় তলায় পাপড়ি চৌধুরীর বাসায় যান। এ সময় পাপড়ি চৌধুরীর মেয়ের জামাই জুবায়ের ইসলাম (৩০), তার শ্যালক সাব্বির হোসেন শান্ত (১৮) ও পাপড়ি চৌধুরীর ভাই রফিকুল হক পাভেল (৪৬) ঐ  মাংস ব্যবসায়ীকে ঘরের ভিতর ডেকে নিয়ে যান। পরে জোরপূর্বক তার পরনের জামা কাপড় খুলে উলঙ্গ করে ছবি তুলেন এবং সাথে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেন। আরও দেড় লাখ টাকা না দিলে নগ্ন ছবি দিয়ে পোস্টার বানিয়ে শহরের বিভিন্ন জায়গায় ঝুলিয়ে দেওয়ার হুমকি দেন। পরে এ ছবি দেখিয়ে প্রতারণা করে বিভিন্ন সময় টাকা আদায় করতে থাকেন তারা। অতিষ্ট হয়ে অবশেষে কিশোরগঞ্জ র‌্যাব অফিসে গিয়ে অভিযোগ করেন তিনি।

র‌্যাবের কোম্পানী কমান্ডার মেজর শাহরিয়ার মাহমুদ খান জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে অভিযান শুরু করা হয়। প্রাথমিক জিজ্ঞাবাদে আটক দুজন ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে তিনি জানান। ঘটনার সাথে জড়িত অপর দুজনকে ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

পরে আটক দুজনকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।

আপনার মন্তব্য করুন