নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া বাজার এলাকা থেকে এক হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার দুপুরে অভিযানটি চালায় র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি হিলচিয়া বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় এক হাজার পিস ইয়াবা, নগদ ২২৭ টাকা ও দুটি মোবাইল ফোনসেটসহ দুজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন কিশোরগঞ্জের নিকলী উপজেলার দৌলতপুর পূর্বপাড়া গ্রামের মৃত কিতাব আলীর ছেলে নূরু (৩২) ও দৌলতপুর উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে শাহ পরান (৩৫)।
র্যাবের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
পরে বাজিতপুর থানায় মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।
আপনার মন্তব্য করুন