হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে করোনা পরবর্তী প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করে হোসেনপুর উপজেলা শিক্ষা অফিস।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন।
উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা শাহানারা আক্তারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বনিক, পৌরসভার মেয়র মো. আব্দুল কাইয়ুম খোকন, থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদ আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিম, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মোবারেজ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সিদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আতাউল বারী, হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি প্রদীপ কুমার সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন প্রমুখ।