বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: কিশোরগঞ্জ ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে বিশ্ববিদ্যালয় সভাকক্ষে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রিয়ব্রত পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্র্রাস্টি বোর্ডের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ডা. আ. ন. ম নৌশাদ খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের সদস্য ব্যারিস্টার রিয়াদ আহমেদ তুষার, বিশ্ববিদ্যালয়ের কলা ও সামজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর মো. আরজ আলী, আইন অনুষদের ডীন প্রফেসর রফিকুল আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) চৌধুরী খায়রুল হাসান প্রমুখ।
অনুষ্ঠানে আলোচকরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং তাদেরকে মানবিক মানুষ হিসেবে নিজেদের তৈরি করে দেশ, জাতি ও সমাজের কল্যাণে নিয়োজিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর নূরুল আমিন, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান বদরুল হুদা সোহেল, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান জুয়েল চৌধুরী, সহযোগী অধ্যাপক ড. মনিশ সরকার, আইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. মনজুরুল ইসলাম ও সাংবাদিক এ. কে নাছিম খান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন আইন বিভাগের ৫ম সেমিস্টারের শিক্ষার্থী ইমরান হোসেন, গীতা পাঠ করেন ব্যবসায় প্রশাসন বিভাগের ৪র্থ সেমিস্টারের শিক্ষার্থী প্রমিত রায়। পরে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন ইংরেজী বিভাগের ৮ম সেমিস্টারের তাসনুভা তানজুম তানহা ও ব্যবসায় প্রশাসন বিভাগের ৩য় সেমিস্টারের শিক্ষার্থী উম্মে ফারাহ সিমিয়া।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের ৭ম সেমিস্টারের শিক্ষার্থী নিয়াজ মাখদুম জিসান ও ৩য় সেমিস্টারের শিক্ষার্থী উম্মে ফারাহ সিমিয়া।