ঢাকাশনিবার , ১৭ সেপ্টেম্বর ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ১৫

প্রতিবেদক
-
সেপ্টেম্বর ১৭, ২০২২ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পাগলা কুকুরের কামড়ে নারীসহ ১৫ জন আহত হয়েছেন।
আজ শনিবার সকাল সাড়ে ছয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের বড় আজলদী এবং সুখিয়া ইউনিয়নের সুখিয়া গ্রামে একটি কুকুর লোকজনকে কামড়ে আহত করে।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ হাসপাতালে উপজেলার বড় আজলদী গ্রামের খোকনের স্ত্রী রহিমা খাতুন (৩০), একই গ্রামের লিটনের স্ত্রী নুরুন্নাহার (২৮), রবির স্ত্রী কল্পনা (৭০), বুরহান উদ্দিনের স্ত্রী মিনা (৪০), মানিক মিয়ার স্ত্রী মনোয়ারা (৩৫), আগরপাট্টা গ্রামের মফিজ উদ্দিনের স্ত্রী মিরছিমা (৭০), সুখিয়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে হুমায়ুন কবির (৪০), শুকুর মামুদের ছেলে ইব্রাহিম (২৫), আব্দুর রহিমের ছেলে ইয়াছিন (১৫), চরফরাদী ইউনিয়নের চরকোর্শা গ্রামের আব্দুল খালেকের স্ত্রী সাহেরা খাতুন (৪০) চিকিৎসা নিয়েছেন। আহত অনেকেই বাড়িতে চিকিৎসা নিয়েছেন। পরে উত্তেজিত জনতারা সকাল সাড়ে দশটার দিকে বড় আজলদী গ্রামে পাগলা কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা. প্রবাল সরকার জানান, আহত ব্যক্তিদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে ভ্যাকসিন না থাকায় কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য করুন