অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের অষ্টগ্রামে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জীবনময় শীল (৫২) নামে এক শিক্ষক নেতা আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ রবিবার সকাল সাড়ে ৬ টার দিকে পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন পরিষদের সামনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষক জীবনময় শীল সকাল সাড়ে ৬ টার দিকে পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন পরিষদের সামনে গেলে দুর্বৃত্তরা তাকে উপর্যুপরী ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাজিতপুরে একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।
অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মুর্শেদ জামান জানান, কারা কী কারণে ঘটনাটি ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। ভিকটিম জীবনময় শীল এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ করেছেন বলে ওসি জানান। এরপরও পুলিশের পক্ষ থেকে ঘটনার ক্লু উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি।
উল্লেখ্য, জীবনময় শীল অষ্টগ্রাম পুকুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি অষ্টগ্রাম উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এবং বাংলাদেশ
স্কাউটস অষ্টগ্রাম শাখার কমিশনার।