ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা: ঢাকার একটি মাজারের খাবার খেয়ে কিশোরগঞ্জের ভৈরবের ২৩ জন অসুস্থ হয়ে পড়েছেন। তারা সবাই ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের ছাগাইয়া ও নবীপুর গ্রামের বলে জানা গেছে। রবিবার সন্ধ্যার দিকে তাদেরকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অসুস্থ রোগীদের স্বজনদের কাছ থেকে জানা গেছে, শনিবার রাতে ভৈরবের বিভিন্ন গ্রাম থেকে শতাধিক নারী-পুরুষ ও শিশু ঢাকার বিমান বন্দর সংলগ্ন বাউনিয়া মহিউদ্দিন চিশতির মাজারের অনুষ্ঠানে যান। মাজারের অনুষ্ঠান শেষে ভোরে কিছু ব্যক্তি মাজারের খাবার খান। আর ৩০ থেকে ৪০ জন মাজারের খাবারের প্যাকেট বাড়িতে নিয়ে যান। রবিবার দুপুরে তারা ভৈরবে নিজ নিজ বাড়িতে ফিরে মাজার থেকে নিয়ে আসা খাবার খান। খাবার খাওয়ার পর বিকাল থেকেই কারো বমি, কারো পাতলা পায়খানা হতে থাকে। পরে অসুস্থদেরকে চিকিৎসার জন্য সন্ধ্যা ৬ টার পর থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অসুস্থদের মধ্যে শিশুসহ কয়েজনের অবস্থা গুরুতর বলে জানান তাদের স্বজনরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, খাবার খেয়ে অসুস্থ হয়ে যারা ভর্তি হয়েছেন তারা হলেন আকলিমা (২৫), নূরুন্নাহার (৪১), স্বর্ণা বেগম (২০), কামাল উদ্দিন (৪৫), নওশিন (৩৯), ফাহিম (৬), রোহান (৩), অনিতা বেগম (৪০), আব্দুর রউফ (২), রূপালী বেগম (১৯), সেলিনা বেগম (৩৫), নদী (১৮) রুপক (২), আবদুল্লাহ ( ১৭ মাস) , নাদিয়া বেগম (৪৫), মাফি (২২ মাস), জিনাত বেগম (৪৫), মিতা বেগম (২২), কুলসুম (২৮), খাদিজা বেগম (৪০), তানভির (১৫ মাস), মীম (৩), মুজাহিদ (৩)। পরে আরও অসুস্থ রোগী হাসপাতালে যান বলে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য আবদুল হামিদ জানান, শনিবার মাজারে গিয়ে সারারাত কাটিয়ে ভোররাতে মাজারের খাবার নিজ নিজ বাড়িতে এনে খেয়েছেন তারা। খাবার খাওয়ার পর বিকাল থেকে তারা অসুস্থ হয়ে পড়েন। পরে তাদেরকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রওশন আরা নিপা জানান, অসুস্থরা সবাই খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত ২৩ জন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। তাদের মধ্যে শিশুসহ ৫ থেকে ৭ জনের অবস্থা বেশি খারাপ। তাদের কেউ বমি করছেন, কেউ আবার পেটের পীড়ায় আক্রান্ত হয়েছেন।